বোয়ালখালী উপজেলার কিছু প্রখ্যাত ব্যাক্তিত্ব এর নাম ও সংক্ষিপ্ত ইতিহাসঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমণ্ডী গ্রামে ১৮৭৭ সালে জন্ম এই কবিয়ালের। পিতা চন্ডী চরণ শীল। মাতা রাজ কুমারী শীল। ১৮৮৮ সালে পিতার মৃত্যুতে পড়ালেখার সমাপ্তি ঘটে তৃতীয় শ্রেণিতেই। ৬ সদস্যদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকার সন্ধানে বার্মায় (মায়ানমার) চলে যান। ১৮৯৫ সালে তখন ১৮ বছরের তরুণ কবিয়াল রমেশ। ধনী পরিবারের রূপসী বর্মী যুবতী তাকে প্রেমে আবদ্ধ করতে চাইলে তিনি স্বদেশপ্রেমে দেশে চলে আসেন। শৈল্য ও কবিরাজী এবং হোমিওপ্যথি চিকিৎসায় আত্মনিয়োগ করেন। বিস্তারিত...
আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষ (জন্ম: (?) ১৯৪১ - মৃত্যু: ডিসেম্বর ৩১, ২০০৬) বাংলা আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।[১] শেফালী ঘোষ চট্টগ্রামের আঞ্চলিক গানকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যা উপমহাদেশের সংগীতকে সমৃদ্ধ করতে পেরেছে।[২] শেফালী ঘোষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে সংগীত পরিবেশন করেছেন। বিস্তারিত...
নামঃ বিপ্লবী কল্পনা দত্ত মাতাঃ সুভনা দত্ত পিতাঃ বিনোদ বিহারী দত্ত জন্মঃ ১৯৯১, মৃত্যুঃ ৫ সেপ্টেম্বর, ১৯৯৬ পিত্রালয়ঃ শ্রীপুর খরণদ্বীপ ভারতীয় উপমহাদেশের বিপ্লব, সংগ্রাম ও স্বাধীকার আন্দোলনের চমৎকার এক মডেল। বীরত্বের-সাহসের এবং আর্দশের এক অনন্য নাম। ছাত্রী থাকাকালীন মাষ্টারদা সূয সেনের সংস্পর্শে এসে বিপ্লবী যুগান্তরে যোগ দেন। অগ্নিযুগের এই বিপ্লবী নারী স্বাধীন ভারতের সাথে মেলবন্ধন রচনার মাধ্যমে অবিস্মরণীয় হয়ে আছেন। নামঃ বিনয় বাঁশি জলদাস পিতাঃ উপন্দ্রে লাল দাস মাতাঃ শরবালা দাস জন্মঃ ১ অক্টোবর,১৯১১ মৃত্যুঃ ৫ এপ্রিল, ২০১২ পিত্রালয়ঃ পূব গোমদন্ডী তাঁর প্রধান বাধ্য ছিল ঢোল। এছাড়া তিনি সানাই, বেহাল, দোতরা, করতার, মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্রে যথেষ্ট পারদর্শী ছিলেন। বাদ্যযন্ত্রে বিশেষ অবদানের জন্য সরকার তাঁকে ২০০১ সালে একুশে পদক এ ভুষিত করেন। নামঃ শেফালী ঘোষ পিতাঃ কৃষ্ন গোপাল ঘোষ মাতাঃ আশা লতা ঘোষ জন্মঃ ১১জানুয়ারি, ১৯৪১ মৃত্যুঃ ৩১ ডিসেম্বর, ২০০৬ পিত্রালয়ঃ কানুনগো পাড়া তিনি প্রায় ২০০০ গানে কন্ঠ দিয়েছেন। সংগীত শিল্পী হিসাবে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর, মালেশিয়া, কাতার, দুবাই, ভারত প্রভৃতি দেশে সংগীত পরিবেশন করেন। সংগীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকেঁ ২০০৮ সালে একুশে পদক-এ সম্মানিত করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS