বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
৫ মামলায় জরিমানা ৩৫ হাজার ৫ শত টাকা ২ জনের জেল
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এতে মেডিকেল প্রেকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর বিভিন্ন ধারায় ৩টি, স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত দখল ও পুনরুদ্ধার অদ্যাদেশ ১৯৭০ এবং মোটরযান অধ্যাদেশ এর ধারায় ১ টি করে মামলা করে আদালত।
এছাড়া ভূয়া চিকিৎসক হিসেবে গ্রেপ্তারকৃত রেজাউল করিম (২৫), পিতা- হাবিবুল্লাহ ২ জনকে ২ মাস সশ্রম এবং এভারগ্রীণ ডায়াগনস্টিক সেন্টারের সাগর কান্তি মল্লিক (৫৫), পিতা- গোপাল চন্দ্র মল্লিককে ৫ দিন বিনাশ্রম কারাদ- দেয় আদালত। সর্বমোট ৫টি মামলায় ৩৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করে আদালত।
উপজেলা সদর ও গোমদ-ী-ফুলতল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS