আজ বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার জনাব কাজী মাহবুবুল আলম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। লাইসেন্স না থাকাতে, এবং ডাক্তারদের কোর্স সম্পন্ন হওয়ার আগে নামের সাথে ডিগ্রি ব্যবহার করার কারণে শেভরণ ডায়াগনষ্টি সেন্টারকে- ৫,০০০/-, বোয়ালখালী প্যাথলজী সেন্টারকে- ৮,০০০/- , দ্যা এভারগ্রীণ ডায়াগনষ্টি সেন্টার- ১০,০০০/-, সেইফ লাইফ ডায়াগনষ্টি সেন্টারকে-৫,০০০/- এবং গ্রামীণ ডায়াগনষ্টি সেন্টারকে-১০,০০০/- নামক ০৫টি বেসরকারী প্রতিষ্ঠানকে মেডিসিন প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যবরেটরী নিয়ন্ত্রন অধ্যাদেশ আইন ১৯৮২ এর ০২ ধারায়, মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১), (২) ধারায় ও বি.এম ডি.সি আইন ২০১০ এর ২৯ ধারায় ০৫টি মামলায় মোট ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়াও মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩ এর ১৫২ ধারায় মোট ০৩টি মামলায় ৪,৩০০/- (চার হাজার) তিনশত টাকা জরিমানা করা হয়। সর্বমোট ০৮টি মামলায় ৪২,৩০০/- (বিয়াল্লিশ হাজার তিনশত টাকা ) জরিমানা করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS