ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বোয়ালখালীতে বাংলা নববর্ষ বরণ উৎসব ১৪২২ পালিত হল। উপজেলা প্রশাসন,বোয়ালখালী কর্তৃক আয়োজিত এ আয়োজনে সকাল ৮-৩০ ঘটিকায় উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত নান্দনিক মঞ্চে "এসো হে বৈশাখ,এসো এসো" গানের মাধ্যমে সূচনা হয় উৎসবের। পরে একটি বর্নাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়।দিনব্যাপি এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে পান্তা-ইলিশ এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বর্ষবরণ এ উৎসবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সুশীল সমাজ,শিক্ষক,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারি,ছাত্র-ছাত্রী সহ জনতার ব্যাপক ঢল নামে। সকলের মুখে মুখে একই কথা,পূর্বে এ ধরনের আয়োজন কেউ দেখেনি।জনতার এ ঢল সবাই উপভোগ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS