১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০১৫ পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বোয়ালখালী এর উদ্যোগে শোক র্যালীতে জনপ্রতিনিধি, অফিসারবৃন্দ, শিক্ষক-ছাত্র, সামাজিক ও সংগঠনের কর্মীবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের সকল জনসাধারণ অংশগ্রহণ করেন। শোক র্যালী উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, জাসদ অন্যান্য সংগঠন উপস্থিত ছিলেন। শোক র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ আতাউল হক এবং উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বোয়ালখালী এর উদ্যোগে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ আতাউল হক এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম।
উপজেলা ভেটেরনারী সার্জন ডা: সুমি চৌধুরী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা-উপজেলা-পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS