Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৬ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা
Details


গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বর্ণিত ধারায় ১২টি মামলায় মোট ৪৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় ১টি মামলায় ২ হাজার টাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত দখল ও পুনরুদ্ধার অদ্যাদেশ ১৯৭০ এর ধারায় ৮ হাজার টাকা সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলার তুলাতল, অলিবেকারী, মুরাদমুন্সীরহাট, হাজীরহাট, কানুনগোপাড়া ও শ্রীপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রাস্তায়, দোকানের সামনে, ফুটপাথে বিভিন্ন মালামাল রেখে জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করে রাখায় তা জব্দ করে প্রকাশ্য নিলামে বিক্রি করে দেয় আদালত। তিনি বলেন, উপজেলার সর্বত্র পণ্যে ভেজাল, মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রি, পাটজাত মোড়ক ব্যবহার না করা, সরকারি ও সড়ক জনপদের জায়গা বেদখল, অবৈধ মোটরযান ইত্যাদি সংশ্লিষ্ট সকল আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Images
Attachments