বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাকজমকপূর্ণভাবে উদযাপিত হলো উপজেলা ডিজিটাল মেলা ২০১৫। ২৯ ও ৩০ মার্চ ২০১৫ দুইদিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন জনাব মইন উদ্দিন খান বাদল, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-৮। মেলায় উপজেলার সরকারি অফিস, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ সেন্টার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)সহ অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার ২দিনই উপজেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়িসহ বিপুল সংখ্যক তরুণদের উপচে পড়া ভিড় দেখা যায় । আগত দর্শনার্থীদের মধ্যে এ মেলা ব্যাপক সাড়া ফেলে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS