বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত:
১৯ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালী উপজেলা সদরের গোমদ-ী-ফুলতল ও শাকপুরা বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কাজী মাহবুবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন আইনে বর্ণিত অপরাধ ভঙ্গের দায়ে ১৯ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। গতকাল সোমবার বিকেলে এ আদালত পরিচালনা করেন। বোয়ালখালী থানার এসআই বেলাল আহম্মেদ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
আদালত সূত্র জানায়, গতকাল উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সদরের গোমদ-ী-ফুলতল ও শাকপুরা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৭ ধারা অনুযায়ী ১১ মামলায় ১২ হাজার টাকা ও পরিবেশ সংরক্ষণ আইন ২০০৫ এ ১ মামলায় ২ হাজার টাকাসহ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যেট কাজী মাহবুবুল আলম আরো জানান, শাকপুরা বাজারে জনসাধারণের চলাচলের জন্য রাস্তার দুইপাশের ফুটপাত যা দোকানের মালামাল দিয়ে দখল করে রাখা হয়েছিল তা মোবাইল কোর্টের মাধ্যমে পুনররুদ্ধার করে জনগনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়েছে।
তারিখ: ২৪/০৮/২০১৫
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS