Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বু-আলি শাহ্ কালান্দর এর মাজার
বিস্তারিত

বু-আলী কলন্দারের মাজার

এটি হযরত শাহ বুআলী কলন্দার এর আস্থানা শরীফ। বোয়ালখালীর ১০নং কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদ অন্তর্গত কড়লডেঙ্গা পাহড়ে অবস্থিত। ইতিহাস সাক্ষ্য দেয় হযরত শাহ বু আলী কলন্দারের নামের উপরই প্রতিষ্ঠিত হয়েছে বোয়ালখালী নামটি। অনন্ত ৭০০ বছর আগে এই আসনটি আবিষ্কার হয়েছে বলে বুদ্ধামহলের ধারণা।

এখানে মাজারের আশে পাশে যে গাছগুলো রয়েছে এই গাছ গুলোর শিরমণি থেকে অর্থাৎ গাছের পাতাগুলো থেকে এই মাজারের যে দিন ওরশ অনুষ্ঠিত হয় অর্থাৎ ফাল্গুন মাসে ২ ও ৫ তারিখে সন্ধ্যা বেলা ওরশ উপলক্ষে গরু বা মহিষ জবেহ করার সময় এ ধরনের শির শির ধোয়া (!) উঠতে থাকে। এগুলো অনেকে বলে আলৌকিক ধোয়া, আবার অনেকে বলে এক ধরনের পোকা। যাই থেকে হোক না কেন- আমরা সেটাকে অবশ্যই আলৌকিক ধরে নেবো। এই আলোকিক দৃশ্য দেখার জন্য ওরশ অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার নারী ও পুরুষ ভক্ত জড়ো হয় মাঝার এলাকায়। যা ধর্মানুরাগীদের উৎসাহ আর উদ্দীপনার উদ্বেগ থাকে।