Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
স্যার আশুতোষ সরকারী কলেজ
বিস্তারিত

 

স্যার আশুতোষ ডিগ্রি কলেজ

চট্টলার ঐতিহ্যবাহী স্যার আশুতোষ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ সনে। এই কলেজ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের অঁজ পাড়া গাঁয়ে প্রতিষ্ঠিত তখনকার সময়ে এ কলেজ ছিল গ্রামাঞ্চলে উচ্চ শিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ইত্যাদি অঞ্চলের ছেলেরা মূলত: এখানেই পড়ালেখা করত। বিশেষ করে গ্রামের সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর ছেলে-মেয়েরা বিভিন্ন কারণে পড়ার জন্য এ কলেজকে বেছে নিত। গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক শোভামন্ডিত বিশাল এলাকা নিয়ে এ কলেজের অন্যতম আকর্ষণ ছিল পন্ডিত প্রবর জ্ঞানী-গুণী অধ্যাপকবৃন্দ। কলেজের ৭০ বছরের ইতিহাসে অনেক বরেণ্য শিক্ষক শিক্ষকতা করেছেন এবং অত্র এলাকায় জ্ঞানের মশাল জ্বালিয়েছেন।

ব্রিটিশ আমলের শেষ দশকে প্রতিষ্ঠিত কলেজটির ইতিহাস পুরো পাকিস্তানী পিরিয়ড পার হয়ে বর্তমানের বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সেই ইতিহাসের ধারাবাহিকতায় অনেক চড়াই উৎরাই পার হওয়ার পর কলেজের অধ্যাপকবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরে সম্মিলিত প্রচেষ্টায় ১৯৮৬ ইংরেজির ২৬শে অক্টোবর অধ্যাপকবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় কলেজটি ১৯৮৬ ইংরেজির ২৬শে অক্টোবর সরকারীকরণ করা হয়। বাবা ‘‘রসিক চন্দ্র দত্ত’’ মা ‘‘মুক্তকেশী দত্ত’’রেবতী রমণ দত্ত জ্যেষ্ঠ পুত্র, এমএ; বিসিএস

(জন্ম ২২-৭-১৮৮৪ইং

মৃত্যু ১২-৭-১৯৬৪ইং)।ভূপতি মোহন দত্ত

এমএ; বিএল; জন্ম-১৮৮৬ইং মৃত্যু-১৯৭১ইং

(বাংলাদেশ মুক্তি সংগ্রামের সময়) বিভূতিভূষণ দত্ত

ডিএসসি; পিআরএস

(জন্ম-২৮-৬-১৮৮৮ ইং,

মৃত্যু-৬-১০-১৯৫৮ইং)

নীরদ লাল দত্ত

এমবি;

জন্ম-১৮৯০ইং

মৃত্যু-১৯৬৮ইং (৬ মে)

বিনোদ বিহারী দত্তএমএ; বিএল; পিএইচডি; পিআরএস

(জন্ম-২-৯-১৮৯২ইং,

মৃত্যু- ২-৩-১৯৭৬ইং)

হরিহর দত্ত

এমবি

(জন্ম-২৭-৬-১৮৯৯ইং

মৃত্যু-২১-৬-১৯৯০ইং)

প্রমথ রঞ্জন দত্ত

এমএ; পিএইচডি (লন্ডন)

জন্ম-১৯০১ ইং (৩০শে শ্রাবণ)

মৃত্যু-৩০-১০-১৯৩৯ ইং।

সুবিমল দত্ত

বিএসসি; আইসিএস

(জন্ম ৫-১২-১৯০৩ইং

মৃত্যু ২-৩-১৯৯২ ইং)

সুকোমল দত্ত

বিএসসি (ইঞ্জিনিয়ার); এমআইই

(জন্ম ১৯৬০ইং, মৃত্যু-...)

পরিমল দত্ত

এমবি

(জন্ম ১৯১০ইং

মৃত্যু ২২-৩-১৯৭২ইং)

রণজিৎ কুমার দত্ত

বিই

(জন্ম ২-৭-১৯১৩ ইং

মৃত্যু ৫-৫-১৯৯৭ইং)।

এই কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন