উপজেলা প্রশাসন,বোয়ালখালী,চট্টগ্রাম এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ যথাযথভাবে উদযাপন করা হয়েছে। ২৬ শে মার্চ রাত ০০ঃ০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার নূরুল হক উপজেলা প্রশাসনের পক্ষে বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। তাঁর নেতৃত্বে পরে অফিসার্স ক্লাব,বোয়ালখালী পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ০৮-০০ ঘটিকায় গোমদন্ডি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ,শরীরচর্চা,ছাত্র-ছাত্রীদের ক্রীড়া,চিত্রাংকন-রচনা প্রতিযোগিতা এবং মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার নূরুল হক পুরস্কার বিতরণ করেন।
বেলা ১২-০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর/শহীদ মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা দেয়া হয় এবং "সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যাবহার" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর উপজেলা কেন্দ্রীয় মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। সকল মসজিদ,মন্দির,গীর্জা এবং প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। হাসপাতাল,এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
বেলা ০৪-০০ ঘটিকায় উপজেলা প্রশাসন,বোয়ালখালী এবং স্থানীয় গন্যমান্য একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সকল বিভাগীয় প্রধানসহ সকল অফিসার,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি,ব্যাবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস