২৬ শে এপ্রিল ২০১৫ রবিবার বোয়ালখালীর ফুলতলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার নূরুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে পাওয়া খবরে জানা যায়,সোহাগ কমিউনিটি সেন্টারের নীচে "দি কিং অব মেডিসিন" নামক ফার্মেসির দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় হচ্ছে এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে ঔষধ বিক্রয় করা হচ্ছে।ঘটনার সত্যতা পাওয়ায় ঐ দোকানের মালিককে ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে তা জনসমক্ষে ধ্বংস করা হয়।
পরে একই আদালত মাংসের দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে না রাখার অপরাধে ৫,০০০/-(পাচ হাজার) টাকা জরিমানা করে।ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে জানা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস