উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষ্যে বোয়ালখালী উপজেলা প্রশাসন ৯ ও ১০ সেপ্টেম্বর’১৫ দুই দিন ব্যাপী বর্ণাঢ্য মেলার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন মেলার শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ আতাউল হক এবং সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী মাহবুবুল আলম।
শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জেলা প্রশাসক মহোদয় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এরপর ‘সর্বস্তরে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি, উপজেলা জাসদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথি, সভাপতিসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন।
মেলায় আইটি প্রতিষ্ঠান, মোবাইল কোম্পানি, শিক্ষা কর্ণার, স্বাস্থ্য কর্ণার, প্রেস কর্ণার, অর্ভর্থনা কর্ণার, ইউডিসি কর্ণার, কৃষি কর্ণার, ব্যাংক কর্ণার তাদের স্ব স্ব সেবা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। মেলায় ইউডিসিগুলো তাদের ইউনিয়ন সেবাসমূহ গ্রাহকদের প্রদান করেন।
বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি প্রতিযোগিতা। সন্ধ্যায় গোমদণ্ডী পাইলট ও দিশারী খেলাঘর এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলার ২য় দিন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব দেওয়ান মোঃ তাজুল ইসলাম এর সঞ্চালনায় ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে Tvättson এর সিটিও জুয়েল ফারাযি ও আনোয়ার হোসেন রানা ২ জন পেশাদার ফ্রিল্যান্সার অনুষ্ঠানে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয়ে ধারনা দেন এবং ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য দিকনিদের্শনামূলক আলোচনা করেন।
বিকেলে মেলায় সেরা স্টল ও মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও কধুরখীল উচ্চ বিদ্যালয় এর সাংস্কৃতিক দল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।
সবশেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী মাহবুবুল আলম মেলার সমাপনী ঘোষনা করেন।
জাকজমকপূর্ণভাবে উদযাপিত বোয়ালখালী উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ মেলায় ব্যাপক জনসমাগম দেখা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস