Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নাম
উপজেলা নির্বাহী অফিসার
ছবি
বার্তা

বোয়ালখালী উপজেলা চট্টগ্রাম জেলার একটি অন্যতম উপজেলা। লুসাই পাহাড়ের বুক চিরে প্রবাহিত কর্ণফুলির তীর ঘেঁষে অবস্থিত প্রচ্যের রানী চট্টগ্রাম শহরতলীর ঐতিহ্যবাহী বোয়ালখালী উপজেলা। শিক্ষা, শিল্প সাহিত্য, সংস্কৃতিতে সম্ভাবনাময় এ উপজেলায় রয়েছে  অনেক জ্ঞানী গুনী লোক। যার মধ্যে রয়েছে  বৃটিশ সরকার হতে রত্নগর্ভা খ্যাতিপ্রাপ্ত মুক্তকেশী দেবী যাঁর ১১ জন সন্তানের মধ্যে ডঃ বিভূতিভূষণ সহ ৫ জন ডক্টরেট/ডিএসসি ডিগ্রীধারী। কিংবদন্তীতুল্য একুশে পদকপ্রাপ্ত মহান ব্যাক্তিত্ব কবিয়াল রমেশ চন্দ্রশীল ও বিনয় বাঁশি জলদাশ, আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষ, চলচ্চিত্র শিল্পী কবরী সরোয়ার এবং এ উপমহাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এ,কি,এম হারুনুর রশিদ প্রমুখ এ উপজেলারই সন্তান। এছাড়া ডঃ আহমদ শরীফ এর মত প্রথিতযশা সাহিত্যিক ও পাকিস্তান আমলে দুইটি বিষয়ে এম.এ ডিগ্রি প্রাপ্ত মরহুম এম,এন হক সহ অসংখ্য জ্ঞানী গুনি  প্রমুখ ব্যাক্তি এই উপজেলার গর্ব।  সমাজে বিভিন্ন স্তরে তাদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। পাশাপাশি  তথ্য প্রযুক্তির এযুগে  বর্তমান তরুন প্রজন্ম তাদের পদাংক অনুসরণ করে ডিজিটাল বোয়ালখালী বির্নিমানে গুরুত্বপূর্ন অবদান রাখবে।

 

আশা করি তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে বোয়ালখালী উপজেলা প্রশাসন অগ্রনী ভূমিকা পালন করবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে  একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী আলোকিত বোয়ালখালী গড়াই আমাদের সকলের লক্ষ্য।

 

আমি বোয়ালখালী উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের সর্বাত্নক আন্তরিক সহযোগিতা কামনা করছি।

মোহাম্মদ মামুন

উপজেলা নির্বাহী অফিসার

বোয়ালখালী, চট্টগ্রাম।


যোগদানের তারিখ
2022-06-15
টেলিফোন
মোবাইল